পুবের কলম ওয়েব ডেস্কঃ কৃষিবিলের বিরোধিতায় একদিনের প্রতিকি অনশনে বসলেন আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগর জদেলার রালেগাঁ সিদ্ধিতে অনশনে বসেছেন তিনি বলে জানা গেছে। তিনি দেশ জুড়ে চলতে থাকা কৃষক আন্দোলনের পাশে আছেন বলে জানান। পাশাপাশি এই আন্দোলন যেন অহিংসা নীতিতেই হয় তার অনুরোধ করেন তিনি।
"সরকার শুধু আশ্বাস দেয়, কোন দাবি মেনে নেননা " বলেও তিনি আরও জানান।
একটি মন্তব্য পোস্ট করুন