পুবের কলম ওয়েব ডেস্কঃফের ফিল হিউজের স্মৃতি ফিরে এলো অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে থাকা ক্যামেরুন গ্রিন গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে দুর্ঘটনার শিকার হলেন। ভারতীয় ইনিংসের ৪৫তম ওভারের প্রথম বলে বুমরাহ জোরালো স্ট্রেট ড্রাইভ মারেন। বোলার গ্রিন ফলো থ্রুয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। তবে বল হাতের ফাঁক দিয়ে গিয়ে তার মাথার পিছন দিকে লাগে। মুহূর্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে। নন-স্ট্রাইকার মুহাম্মদ সিরাজ ব্যাট ফেলে দিয়ে ছুঁটে যান গ্রিনের দিকে। তিনি সবার দূষ্টি আকর্ষণ করে দ্রুত ফিজিওকে মাঠে ডাকেন। এমনকি গ্রিনের মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করতে থাকেন, বলের আঘাতের ফলে তিনি কতটা চোট পেয়েছেন? কষ্ট হচ্ছে কিনা? জল পান করবেন কিনা? সিরাজকে চিন্তিত দেখে দৌড়ে আসেন বুমরাহ। এমনকি মাঠে প্রবেশ করেন ফিজিও। যদিওপরিস্থিতি সামলে নেওয়ার পর গ্রিন মাঠ ছাড়েন। গ্রিনের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। তবে প্যাভিলিয়নে ফেরার সময় তার ঠোঁটের কোণে হাসিটাই আশ্বস্ত করছে ক্রিকেটপ্রেমীদের। একইভাবে প্রতিপক্ষ দলের ক্রিকেটারের বিপদে এগিয়ে এসে সিরাজের আন্তরিকতা মন জিতে নিয়েছে সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় সিরাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।
একটি মন্তব্য পোস্ট করুন