পুবের কলম প্রতিবেদক:কৃষি বিল নিয়ে দেশজুড়ে চলছে তুলকালাম। এই বিল বাতিলের দাবিতে পঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা পায়ে হেঁটে দিল্লি পৌঁছে গিয়েছেন। কৃষকদের লং মার্চ, প্রতিবাদ মিছিলে বারবার হানা দিচ্ছে পুলিশ। কৃষকদের লাঠিপেটা করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে জলকামান। সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের খবর। এর মাঝেই কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়ে দিলেন পাঞ্জাবের ক্রীড়াবিদরা। দিল্লি অভিমুখী কৃষকদের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, তারই প্রতিবাদে এবার বেশ কিছু ক্রীড়াবিদ অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত কুস্তিবিদ কর্তার সিং, বাস্কেট বল তারকা সজ্জন সিং চিমা, হকি তারকা রাজবীর কৌর। কৃষকদের পাশে থাকার জন্য ৫ ডিসেম্বর তারা পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। তারপর রাষ্ট্রপতি ভবনে নিজেদের পুরস্কার ফিরিয়ে দেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন