পুবের কলম ওয়েব ডেস্কঃবির্তকীত কৃষি সংস্কার-সংক্রান্ত আইন বাতিলের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন লক্ষ লক্ষ কৃষকরা। ধীরে ধীরে সেই আন্দোলনে যুক্ত হচ্ছেন ক্রীড়াক্ষেত্রের মানুষদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের মানুষ। দিল্লিতে ঢোকার যে রাস্তাগুলো রয়েছে, তার প্রতিটি আটকেই বিক্ষোভে সামিল হচ্ছেন কৃষকেরা। পুলিশের ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিপেটা,উপেক্ষা করছেন প্রায় সবকিছুই। যেকোনো মূল্যে তাঁরা দিল্লিতে প্রবেশ করতে চান। আন্দোলনকে সমর্থন দিচ্ছেন ক্রীড়াবিদদের অনেকেই। কৃষকদের সমর্থনে তাঁরা পদক বর্জনেরও ঘোষণা করেছেন। পদক বর্জনের জন্য রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিলও করেছেন ক্রীড়াবিদেরা। এঁদের মধ্যে ছিলেন এশিয়ান গেমসে দুবারের সোনাজয়ী কুস্তিগির কর্তার সিং। তিনি ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খেতাব অর্জুন পুরস্কারেও ভূষিত। কৃষকদের সমর্থনে কর্তার সিংয়ের সঙ্গে ছিলেন অলিম্পিকে দেশের হয়ে সোনাজয়ী হকি খেলোয়াড় গুরমিল সিং ও মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রাজকীর কৌর। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের বক্সিংয়ে ভারতের হয়ে ব্রোঞ্জজয়ী বিজেন্দর সিংও যোগ দিয়েছেন এ বিক্ষোভে। তিনিও তাঁর খেলরত্ন উপাধি ফেরতের কথা বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন