বর্ষসেরা কোচ হলেন জুরগেন ক্লপ।ও বিবিসি'র ‘স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার’অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাব হিসেবে নির্বাচিত হল লিভারপুল। ক্লপের অধীনে লিভারপুল ৩০ বছর পর প্রথমবারের মত ২০১৯-২০ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। এ নিয়ে ১৯তম ও ১৯৮৯-৯০ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয় করেছিল অল রেডসরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটিকে ১৮ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে দাপটের সঙ্গে প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম স্মরণীয় এই শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিল ক্লপ শিষ্যরা।
লিভারপুল এতটাই আধিপত্য দেখিয়েছিল যে এক পর্যায়ে তারা ২৫ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষস্থান দখল করেছিল। ইংলিশ শীর্ষ লিগে এত পয়েন্টের ব্যবধান কখনই সৃষ্টি হয়নি। এটা শুধুমাত্র ইংলিশ শীর্ষ লিগেরই রেকর্ড নয় সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করাটা বিশ্বের যেকোন শীর্ষ লিগে এই প্রথম। ঘরের মাঠে টানা ২৪ ম্যাচে অপরাজিত থেকেও রেকর্ড গড়েছে রেডসরা। পুরো মরশুম জুড়েই একচ্ছত্র আধিপত্য বজায় থাকলেও করোনাভাইরাসের কারণে তিন মাস লিগ বন্ধ থাকায় শিরোপা জয়ের জন্য লিভারপুল সমর্থকদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। জুনে পুনরায় লিগ শুরু হবার পর দর্শকদের ছাড়াই লিভারপুলের শিরোপা জয় উৎসব করতে হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন