বোলপুর, ২০ডিসেম্বর: শুভেন্দুকে দলে টানা ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অমিত শাহ। তিনি বলেন, 'মমতাকে হারাতে দিল্লি থেকে কাউকে আসতে হবে না। বাংলার কেউ আপনাকে হারাবে। বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে।'
মেদিনীপুরের সভা থেকে তেমন কোনও বার্তা দেননি মোদির বিশ্বস্ত সেনাপতি। তাই বোলপুরে অমিত শাহের কর্মসূচির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বাউলের বাড়িতে গান শোনার পর সারেন মধ্যাহ্নভোজন। তারপর চলে যান হনুমান মন্দিরে পুজো দিতে। পৌনে ৪টে নাগাদ শুরু হয় অমিতের রোড শো। লোকসভা নির্বাচনের সময় বিতর্কিত রোড শোয়ের পর ফের রোড শো করলেন মোদি সেনাপতি।তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। এদিন তিনি বলেন, 'বহিরাগত নয়, মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্রই'।
অমিত এদিন আরও বলেন, 'বাংলার মানুষ আসলে কোনও বিশেষ ব্যক্তিকে বদলানোর পরিবর্তন চাইছেন না। পশ্চিমবঙ্গের বিকাশের পরিবর্তন চাইছেন।' এখন প্রশ্ন হল, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হতে পারেন? শনিবার শুভেন্দুর পতাকা পরিবর্তনের পর, কেনই বা অমিত শাহ একথা বললেন? যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা তাতে নতুন কিছু ছিল না। শুভেন্দুকে দলে টেনে যে ‘এক্সট্রা অ্যাডভানটেজ’ পেতে চাইছে বিজেপি, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুভেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গেও উঠেছিল নানা তত্ত্ব। যদিও শুভেন্দু তা উড়িয়ে দিয়েছেন মেদিনীপুরের সভা থেকেই। বলে দিয়েছেন, 'নেতা যা বলবেন, তাই করব।'
একটি মন্তব্য পোস্ট করুন