ওয়াশিংটন, ২৩ ডিসেম্বরঃ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হচ্ছেন এক অভিবাসী মুসলিম। ডেপুটি ন্যাশনাল ক্লাইমেট অ্যাডভাইজার হিসেবে পাকিস্তানি বংশোদ্ভুত আলি জাইদি হোয়াইট হাউজেই বসবেন। পাকিস্তানে জন্ম নিলেও উচ্চশিক্ষার্থে আমেরিকার পেনসিলভানিয়া শহরে চলে যান জাইদি। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর হন। এর আগেও পেনসিলভানিয়া এবং নিউ ইয়র্ক প্রদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উচ্চপদে ছিলেন তিনি।
একইসঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন। টুইটারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাইদি লিখেছেন, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যা দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সঙ্গে গ্রহণ করব। বাইডেন নিজে ফোন করে এই প্রস্তাব দেওয়ায় উৎফুল্ল জাইদি বলেন, সত্যিই আজ আমার জীবন সার্থক হয়ে গেল। স্বয়ং প্রেসিডেন্ট আমাকে ফোন করেছেন এর তেকে গর্বের বিষয় আর কী হতে পারে। প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জাইদি। বাইডেন সবথেকে অগ্রাধিকার দিচ্ছেন করোনা এবং জলবায়ু ইস্যুকে।
একটি মন্তব্য পোস্ট করুন