পুবের কলম ওয়েব ডেস্কঃবয়স ৩৮। দেড় বছর আগে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।তবুও ক্রিকেট ক্ষুধা মেটেনি দক্ষিণ আফ্রিকার স্পিনার জোহান বোথার।যার ফলে অবসর ভেঙে ফের মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া দলের প্রাক্তন এই স্পিন-অলরাউন্ডার। যদিও তাঁর ফেরা জাতীয় দলে নয়। বোথা ফিরছেন বিগ ব্যাশে। খেলবেন হোবার্ট হারিকেন্সের জার্সিতে। অফস্পিন অলরাউন্ডারের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দলটি। আসলে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ব্যস্ত ভারতের সঙ্গে সিরিজ খেলতে। তাই আপাতত লম্বা সূচিতে তাকে পাবেও না হোবার্টরা। তাই তাদের বিকল্প বোথা। ২০১৯ সালের শুরুতে হারিকেন্সের হয়েই শেষবার মাঠে নেমেছিলেন বোথা। সেখানে দু'বছর খেলেছেন।তার আগে অ্যাডিলেড স্ট্রাইকার্সে তিন বছর ও সিডনি সিক্সার্সে চার বছর খেলেছেন। অফস্পিনে সাউথ আফ্রিকার হয়ে ৫ টেস্টে ১৭, ৭৮ ওয়ানডেতে ৭২ ও ৪০ টি-২০তে ৩৭ উইকেট আছে বোথার নামের পাশে। এখন তিনি অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোথা।
একটি মন্তব্য পোস্ট করুন