পুবের কলম প্রতিবেদক: সঙ্কট না কাটলেও রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। শ্বাসকষ্টের জন্য বৃহস্পতিবারও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। এদিন উডল্যান্ড হাসপাতাল থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, চিকিৎসকরা প্রাক্তণ মুখ্যমন্ত্রীকে ধীরে ধীরে ভেন্টিলেশন সাপোর্ট কমানোর পরিকল্পনা নিয়েছেন। হাসপাতাল জানিয়েছে, বুদ্ধদেববাবুর রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে, আগের থেকে কমেছে তাঁর শরীরের কার্বনডাই অক্সাইডের পরিমাণও। স্থিতিশীল রয়েছে নাড়ির গতি, রক্তচাপ। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর রক্তে নির্দিষ্ট করে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। স্থিতিশীল অবস্থায় রয়েছে ফুসফুসও।
বুধবার প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি হন প্রবীণ এই বামপন্থী নেতা। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি পর নানা ধরনের শারীরিক পরীক্ষায় দেখা যায় বুদ্ধদেববাবুর শরীরে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল। তবে তাঁর শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েনি। এরপরই হাসপাতালের তরফে চিকিৎসার জন্য গঠিত হয় পাঁচ সদস্যের মেডিকেল টিম। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণের কারণে ভুগছেন। কিছু দিন ধরেই কৃত্তিম পদ্ধতিতে শ্বাসপ্রশ্বাসের জন্য তাঁকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন