এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন নিষিদ্ধ হলেন।টুর্নামেন্টের আগে থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল দল। এবার অধিনায়ক ক্রিস লিন ও ইংলিশ অলরাউন্ডার ড্যান লরেঞ্জকে বিবিএলের চলতি আসরে নিষিদ্ধ ঘোষণা করেছে টুর্নামেন্ট কমিটি। জৈব সুরক্ষা বলয় ভাঙায় এই শাস্তি পাচ্ছেন তারা। এর মাঝে ক্যানবেরায় সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচের আগের রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে শিরোনাম হয়েছিলেন ক্রিস লিন ও লরেঞ্জ।
পরে অবশ্য ভুল বুঝতে পেরে সতীর্থ, কর্মকর্তাসহ সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন তারা। এতেও ব্রিসবেন হিটসহ এই দুইজন খেলোয়াড়কে বড় জরিমানা গুণতে হচ্ছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না কেউই। করোনা প্রোটোকল লঙ্ঘনের দায়ে এরই মধ্যে ব্রিসবেন হিটকে ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অফ কন্ডাক্টের ২.২৩ ধারায় লিন ও লরেঞ্জকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর শাস্তি হিসেবে লিনকে ১০,০০০ ও লরেঞ্জকে ৪০০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে বিবিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে নিষিদ্ধ হয়েছেন টুর্নামেন্টের বাকি অংশে।
একটি মন্তব্য পোস্ট করুন