কলকাতা, ২২ডিসেম্বর: ডিসেম্বরের শেষে শীতের কামড়। হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে শহর থেকে জেলাবাসী। বড়দিনেও ঠান্ডা একই রকম থাকবে রাজ্যজুড়ে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহবিদেরা জানিয়েছেন, কাশ্মীরে দুটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করছে । এর ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তর-পশ্চিম ভারতে। তবে দুটি ঝঞ্ঝা বেশ দুর্বল। তাই তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বড়দিনেও ভালো ঠান্ডা থাকবে রাজ্যজুড়ে। ওইদিন শহরের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশেপাশে।
অনুভূতির সোমবার শৈত্যপ্রবাহ থাবা বসিয়েছিল পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য। বুধবার তেমন কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়াবিদরা মনে করছে ওই দিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন