মিজানুল কবির,সুতিঃচারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্যাক করা জামাকাপড়।দেখে যেন মনে হল শীতের আবহে কাপড়ের বাজার বসেছে। পরক্ষনেই বোঝা গেল সেখানে দুস্থ মানুষের জন্য নতুন-পুরনো মিশিয়ে বস্ত্র বিতরনী অনুষ্ঠান চলছে। একদল যুবক যুবতীরা সেগুলো হাতে তুলে দিচ্ছে।একে একে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসছেন। সবার হাতে তুলে দেওয়া হচ্ছে বস্ত্র। ঠিক এমনটাই দেখা গেল মুর্শিদাবাদ জেলার সুতি-অরঙ্গাবাদে। জানা গেল যে মোটামুটি শ'দুয়েক মানুষের মধ্যে শীতবস্ত্র, জামাকাপড় তার পাশাপাশি উক্ত এলাকার দুস্থ মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও দেওয়া হয়। আমার গ্রাম আমার পরিচয় নামক ওই সেচ্ছাসেবী দলের সঙ্গে কথা বললে তারা জানাল যে"সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সেই সকল মানুষদের মধ্যে পুরনো বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করলাম,আমাদের প্রধান উদ্দেশ্যই হলো সচেতনতা বিস্তার করা,সর্বদা একে ওপরের পাশে থাকা।সুন্দর আনন্দময় সমাজ গড়ে তোলা"।
অয়নেশ,দেবদিপ ,পৃথানকু ,সায়ন,অরিত্র,পূজা ,কুমারেশ, অরিত্র এরা এও জানাল যে তারা প্রত্যেকেই ছাত্রাবস্থায় রয়েছে এবং এলাকার মানুষদের জন্য অবসরে এহেন বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। তারা এও জানাল যে "আমরা সকলকে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন, আমরা একসাথে কাজ করবো, সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় মানুষদের সাহায্য করবো"।
একটি মন্তব্য পোস্ট করুন