![]() |
বীরভূমে প্রসাশনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,ছবি -তথাগত রায় |
কৌশিক সালুই, বীরভূম,২৮ ডিসেম্বর: জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়ে বিধায়ককে বিক্ষোভ মিছিল করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভুমের বোলপুরে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরি শহরের ৬০ নম্বর জাতীয় সড়ক সারাচ্ছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন," বাবা এটা তো আমার হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। ওঁরা কৃষ্ণনগরেও তাই করেছে, রানাঘাটেও তাই করেছে। জমি দেখে গিয়েছে। কিন্তু ওঁরা এটা ইচ্ছাকৃত করে। ওই রাস্তায় ভাল করে পোস্টার লাগাবে। লিখবে কেন্দ্রীয় সরকার এই রাস্তা কেন ঠিক করছে না জবাব দাও, না করতে পারলে রাজ্যকে দিন আমরা করে দেব। এটা মিছিল মিটিং করে আওয়াজ তোলো।" দীর্ঘদিন ধরে রানিগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক বীরভূমের উপর দিয়ে গিয়েছে। কিন্তু সিউড়ি, দুবরাজপুর সংলগ্ন জাতীয় সড়কের অত্যন্ত বেহাল দশা। যদিও সিউড়ি শহর লাগোয়া জাতীয় সড়কের কিছু অংশ মেরামত করা হয়েছে। তবে এখন অনেকটা বেহাল অবস্থায় রয়েছে। দুবরাজপুরবাসীর থেকে জানা গিয়েছে, দুবরাজপুর শহরের ৬০ নম্বর জাতীয় সড়কের বাইপাসটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যার কারণে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শহরবাসীর অনেকের দাবি, দুবরাজপুর শহর এমনিতেই ঘিঞ্জি শহর। তার উপর জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে দিনভর যানযট লেগেই থাকে। তাই ওই এলাকায় জাতীয় সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সেই দাবি এদিন মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন স্থানীয় বিধায়ক নরেশ বাউরি।
একটি মন্তব্য পোস্ট করুন