পুবের কলম প্রতিবেদক: করোনা সংক্রমণ নিয়ে সকলের মধ্যে একটা ভয় থাকলেও, তথ্য বলছে রাজ্যজুড়ে করোনা-দাপট কমছে। ডিসেম্বর মাসের প্রথম দিকে দৈনিক আক্রান্ত হতেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এদিকে রবিবার, ২০ ডিসেম্বর নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ১,৯৭৮ জন। মৃতের সংখ্যাও ক্রমশ কমছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বাড়ছে। ফলে করোনার ক্রান্তিকালে একটা আশার আলো দেখছে স্বাস্থ্যভবন।
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রদান করেছে তাতে স্পষ্ট, রাজ্যের করোনা-দাপট ক্রমহ্রাসমান। এদিকে ভ্যাকসিন প্রায় আসর মুখে। বেশ কয়েকটি সংস্থার ট্রায়াল প্রায় শেষের দিকে। রবিবার রাজ্য সরকার জানিয়েছে, এদিন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫,৩৬,৮২৮ জন। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা মাত্র ১৭,৭৭১ জন। এদিনই ছাড়া পেয়েছেন ২,৬২৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৪.৯৫ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪০ জন, ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯,৩৬০।
একটি মন্তব্য পোস্ট করুন