পুবের কলম প্রতিবেদক: শুক্রবার থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শনিবার তাঁর শারীরিক অবস্থা আরও উন্নতি হল। এ দিন তিনি তরল খাবারও খেয়েছেন। এ দিন উডল্যান্ডস হাসপাতাল থেকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, শুক্রবার রাতে বুদ্ধদেববাবুর ঘুম ভালো হয়েছে। সঠিক মাত্রায় রয়েছে তাঁর শরীরের অক্সিজেনের পরিমাণও। স্বাভাবিক আছে তাঁর হৃদ্যন্ত্র, পালসরেট এবং রক্তচাপ। ভেন্টিলেশন থেকে তাঁকে বার করে আনা হয়েছে। এখন স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন তিনি। সার্বিকভাবে তিনি এখন অনেকটাই স্বাভাবিক।
এ দিন থেকে তাঁর ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। হাসপাতালের সিইও রূপালি বসু এ দিন জানান, সুস্থতার সব মাপকাঠিতে চিকিৎসকরা এখন সন্তুষ্ট। আগামী সোম অথবা মঙ্গলবারের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত তিনদিন ধরে তাঁকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে, আগামী কয়েকদিনও চলবে সেই ওষুধ।
একটি মন্তব্য পোস্ট করুন