পুবের কলম ওয়েব ডেস্কঃবিরাট কোহলিদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাঁর মতে, ৪ টেস্টের সিরিজ হতে চলেছে সংঘর্ষে ভরপুর। এদিন এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে কামিন্স বলেন, ‘স্লেজিংয়ের দিক দিয়ে দেখলে এখনও পর্যন্ত সীমিত ওভার ক্রিকেট সিরিজে বন্ধুত্বপূর্ণ আবহে খেলা হয়েছে। আশপাশে অনেক হাসি মুখ দেখা যাচ্ছে। তবে টেস্ট সিরিজে মোটেই বন্ধুত্বের পরিবেশ থাকবে না। প্রচণ্ড লড়াকু মানসিকতা নিয়েই খেলা হবে। কী ভাবে খেলছি তা নির্ভর করে অনেকেটাই আমরা মানুষ হিসেবে কেমন তার উপরে। অস্ট্রেলিয়ান দল যেমন খুব রিল্যাক্সড থাকে। আমরা হাসি-ঠাট্টা করি। তবে এ বার টেস্ট সিরিজে কী হয় তা দেখা যাক।’উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে অ্যাডিলেডে। প্রথম টেস্টই গোলাপি বলে দিন-রাতের। সেই টেস্ট খেলে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
একটি মন্তব্য পোস্ট করুন