বান্দা, ২৫ ডিসেম্বর: ফের দলিত নিগ্রহের ঘটনা উত্তরপ্রদেশে। সরকারি নলকূপ থেকে জল নেওয়ার চেষ্টা করায় বছর ৪৫ এর এক ব্যক্তিকে লাঠি দিয়ে 'বেধড়ক মারধর'। বান্দা জেলার তেন্দুরা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আক্রান্ত রামচন্দ্র রাইদাসের অভিযোগ, শুক্রবার সকালে তেন্দুরা গ্রামের নলকূপ থেকে জল নিতে গিয়েছিলেন তিনি। নলকূপ স্পর্শ করায় রাম দয়াল যাদবের পরিবারের লোকেরা তাঁর ওপর চড়াও হয়। এরপর লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই দলিত ব্যক্তিকে। বিসান্ডা থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি।
স্টেশন হাউস অফিসার নরেন্দ্র প্রতাপ সিং জানান, জখম অবস্থায় রাইদাসকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে এই ধরণের সমস্যা প্রথম নয়। ওই পুলিশকর্তা জানিয়েছেন, রাইদাস মাস দুয়েক আগে অভিযোগ করেছিলেন, রাম দয়াল যাদবের পরিবারের লোকেরা তাঁকে জল নিতে বাধা দেন। কিন্তু পরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে সমস্যা মিটে যায়। যদিও এবার রাইদাসকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, রাইদাসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন