পুবের কলম ওয়েব ডেস্কঃগত অর্থবছরে রেকর্ড প্রায় ১৩৯.৯ মিলিয়ান পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের। করোনার কারণে ম্যাচ টিকিট ও টেলিভিশন স্বত্ব বাবদ ক্লাবটির প্রায় ৬৭.৩ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। যদিও এভারটনের দাবি, করোনার কারণ ছাড়াও বিভিন্নভাবে গত মরশুমে ১১১.৮ মিলিয়ন ক্ষতি হয়েছে। যেটা পরবর্তী সময়ে পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। চলতি মরশুমে ট্রান্সফার মার্কেটে নতুন খেলোয়াড় দলে ভেড়ানো বাবদ তারা ১১৩ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে তারা আরও ৭০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে কোচ কার্লো আনসেলত্তির সঙ্গে সাড়ে চার বছরের আকর্ষণীয় চুক্তি করতে গিয়েও অনেক অর্থ ব্যয় করেছে এভারটন। এক বছর আগে ম্যানেজার মার্কো সিলভা ও তার কোচিং স্টাফদের বহিষ্কার করায় ক্ষতিপূরণ দিতে হয়েছে ৬.৬ মিলিয়ন পাউন্ড। নতুন স্টেডিয়াম প্রস্তুত করতে গিয়ে আরও ২০ মিলিয়ন পাউন্ড বাড়তি খরচ হয়েছে। এ ব্যাপারে এভারটনের প্রধান নির্বাহী ডেনিস বারেত-বাক্সেনডেল এদিন বলেন, 'কোভিড-১৯ এর প্রভাব ক্লাবের ওপর বেশ বাজেভাবে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। মহামারীর আগে আমরা রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব আয়ের আশা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটাতো হয়নি, উল্টো বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।'
একটি মন্তব্য পোস্ট করুন