ফারুক আলম,কলকাতাঃশিশুকোলে ইকোপার্কে ঘুরতে আসা মায়েদের সুবিধার্থে একটি 'ফিডিং রুম' তৈরি করছে পার্ক কর্তৃপক্ষ হিডকো। ইকোপার্ক সূত্রে খবর, দুই ও তিন নম্বরে গেটের মাঝামাঝিতে গড়ে উঠছে ফিডিং রুম। ঘরটি লম্বায় প্রায় সাত ফুট। এখানে পর্দা টাঙিয়ে আলাদা প্রকোষ্ঠ করার ব্যবস্থা থাকবে। যাতে মায়েরা শান্ত পরিবেশে বাচ্চাদের খাওয়াতে পারেন। কেবল ইকোপার্কে ঘুরতে আসা মায়েরা এই পরিষেবা পাবেন বিনামূল্যে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে এবং করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা করা ফিডিং রুমে।
শীতকালীন মরশুমে ইকোপার্কে মানুষের ভীড় উপচে পড়ে। বিশেষত বছরের উৎসবের দিন গুলিতে। যেমন- বড়দিন, ৩১ ডিসেম্বর, নিউ ইয়ারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় নিউটাউনের এই বিনোদন উদ্যানে। চলতি বছরের করোনা লকডাউন কারণে টানা কয়েক মাস বন্ধ হয়েছিল ইকোপার্কের গেট। প্রায় আট মাস পর করোনা বিধি মেনে অক্টোবরের মাঝামাঝিতে জনসাধারণের জন্য পার্কটি পুনরায় খুলে যায়। দেখা যাচ্ছে বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মানুষের জমায়েতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই মরশুমে পার্কে ঘুরতে আসা ক্ষুধার্ত শিশুদের খাওয়াতে মায়েদের যাতে কোন সমস্যার সম্মুখীন না হন, সেই ভাবনায় নিউটাউনের বিশাল এই প্রকৃতি তীর্থে স্বাস্থ্যসম্মত ফিডিং রুম তৈরি হচ্ছে । তবে শুধু ইকো পার্কে নয়, কলকাতার অন্যতম বিনোদন স্থান আলিপুর চিড়িয়াখানা। সেখানে একটি ফিডিং রুম নির্মাণ হচ্ছে বলে জানা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, শিশুকোলে নিয়ে মায়েদের যাতে বেশি বেগ পেতে না হয় সেরকম একটি জায়গায় গড়ে উঠছে ফিডিং রুম। স্বাস্থ্যসম্মত তো বটেই। ঘরটি হবে মা ও শিশুদের জন্য আরামদায়ক।
একটি মন্তব্য পোস্ট করুন