পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার ফোর্বসের সর্বাধিক ১০০ তালিকায় নিজের স্থান দখল করলেন আরও এক অভিনেতা। বলিউড তারকা অক্ষয় কুমার বিশ্বের সর্বাধিক ১০০ উপার্জনকারীর তালিকায় রয়েছেন ৫২ তম স্থানে। হলিউডের জেনিফার লোফেজ( ৪৭.৫ মিলিয়ন ডলার), বিল স্মিথ(৪৪.৫ মিলিয়ন ডলার ),এঞ্জোলিনা জোলি(৩৫.৫ মিলিয়ন ডলার) সহ একাধিক তারকাদের পেছনে ফেলে এই অভিনেতা (৪৮.৫ মিলিয়ন ডলার) উপার্জন করতে সক্ষম হয়েছেন বলে ফোর্বসের তরফে জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন