পুবের কলম প্রতিবেদক: গোবরা ২ নম্বর কবরস্থানে নতুন করে আরও ওজুখানা তৈরি করা হচ্ছে। একইসঙ্গে বয়স্ক ব্যক্তিদের অসুবিধা দূর করতে হুইল চেয়ারের বন্দোবস্তও করা হবে। আগামী ৩০ ডিসেম্বরেই এই পরিষেবার উদ্বোধন হতে চলেছে। এমনটাই জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও কবরস্থান কমিটির অন্যতম সদস্য ইসতিয়াক আহমেদ রাজু।
তিনি জানান, মানুষের অসুবিধার কথা ভেবে আরও ওজুুখানা তৈরি করা হয়েছে। মৃত ব্যক্তিকে দাফন করতে এসে বয়স্ক মানুষদের সমস্যায় পড়তে হয়, তাই সেই সমস্যা নিরসনে এবার থেকে হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে। এই পরিষেবা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মুখ্য-প্রশাসক ফিরহাদ হাকিম উদ্বোধন করবেন তিনি জানান।
অন্যদিকে, এ দিন ১ নম্বর করবস্থানের পাঁচিল তৈরির কাজ পরিদর্শন করেন ইসতিয়াক আহমেদ রাজু। তিনি কাজ খতিয়ে দেখেন। যাতে দ্রুততার সঙ্গে কাজ শেষ হয়, সেই বিষয়টিও দেখেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন