দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন, ৩১ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর পর গ্রাম পরিদর্শনে সরকারি আধিকারিকরা। বুধবার ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই পরিদর্শন করেছিলেন শান্তিনিকেতনের রুপপুর গ্রাম পঞ্চায়েতের সোনাঝুরির বল্লভপুরডাঙ্গা আদিবাসী পাড়ায়। মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়া আদিবাসী মানুষ অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী আদিবাসী গ্রামে দাঁড়িয়েই জেলাশাসক কে নির্দেশ দেন সামগ্রিক সরকারি সুযোগ-সুবিধার পরিষেবা দেওয়ার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আজ সকাল থেকে বোলপুরের বিডিও অফিসের আধিকারিক এবং রুপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানসহ আধিকারিকরা গ্রাম সার্ভে করতে শুরু করলেন। তাঁরা গ্রামের ১৩০ টি পরিবারের সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা লিপিবদ্ধ করেন এবং তাঁদের আশ্বাস দেন।
একটি মন্তব্য পোস্ট করুন