আগে ব্যাট করতে নেমে মুহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৩ রান তোলে পাকিস্তান। এই স্কোরটি অবশ্য বেশ চ্যালেঞ্জিং ছিল কিউয়িদের কাছে। কিন্তু নিউজিল্যান্ড শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।চার বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিইউরা। বল হাতে সাউদির জ্বলে উঠা। ব্যাট হাতে টিম সেইফার্ট ও কেন উইলিয়ামসের দাপুটে ইনিংস। হ্যামিল্টনে দ্বিতীয় টি-২০তে আত্মসমর্পন পাকিস্তানের।
প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিল কেন উইলিয়ামসনরা।ওপেনার মার্টিন গাপটিল ২১ রানে ফিরলেও জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন সেইফার্ট ও উইলিয়ামসন। ৬৩ বলে সর্বোচ্চ ৮৪ রানে অপরাজিত থাকেন সেইফার্ট। ৪২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন ফাহিম আশরাফ।
একটি মন্তব্য পোস্ট করুন