সবে ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজল। প্রতিপক্ষ দল সাসেওলো কিছু বুঝেই উঠতে পারল না। অথচ গোল হজম করে বসলো মাত্র ৬ সেকেন্ডে। আর এভাবে সিরি এ লিগের ইতিহাসে দ্রুততম গোলটি করেছেন এসি মিলানের পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। ঘড়ির কাঁটার নিখুঁত হিসেবে যেটি ছিল ৬.২ সেকেন্ড। অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ইতালিয়ান সিরি এ লিগে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল ৮ সেকেন্ডের।
২০০১ সালে ফিওরেন্তিনার বিপক্ষে পিয়াসেনজার পাওলো পগ্গি এই রেকর্ড গড়েছিলেন। ম্যাচে রেফারি বাঁশি বাজানোর পর হাকান কালহাঙ্গলু সরাসরি বলটা পাস দিয়ে দেন দৌড়ের ওপর থাকা লিয়াওকে। আর পর্তুগিজ ফরোয়ার্ড দুর্দান্ত গতিতে বল নিয়ে ডি বক্সে ঢুকেই জালে পাঠিয়ে দেন। এই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে এসি মিলান। তাতে সিরি এ লিগের টেবিল টপাররা ইন্টার মিলানের থেকে এক পয়েন্ট এগিয়ে রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন