![]() |
ন'পাড়া প্রাথমিক বিদ্যালয়ে 'দুয়ারে সরকার' ক্যাম্প |
পুবের কলম প্রতিবেদকঃ 'দুয়ারে সরকার' দ্বিতীয়ের কর্মসূচির বিপুল সাফল্য। সরকারি পরিষেবার সুবিধা নিতে তাৎপর্যপূর্ণ ভাবে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্যনীয়। রবিবার বিধাননগর পুরনিগম ১২ নাম্বার ওয়ার্ড আটঘরা ন'পাড়া প্রাথমিক বিদ্যালয়ে 'দুয়ারে সরকার' ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কো-অর্ডিনেটর আজিজুল হোসেন মন্ডল জানান, সকাল থেকে মহিলা সহ নাগরিকদের উপচে পড়া ভিড় ছিল। পরিস্থিতি দেখে টেবিলের সংখ্যা বাড়ান হয়েছিল। দেখা গেছে দুপুর ১ টার মধ্যেই প্রায় ৮০০ আবেদন নথিভুক্ত হয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সব মিলিয়ে প্রায় ২২০০ ফর্ম নথিভূক্ত হয়েছে। আজিজুল জানান, বারো মাসে তেরো পার্বনের ন্যায় আমার ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কাজ হয়। এর অংশ হিসাবে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সমস্ত স্তরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন