পুবের কলম: পিএসজির কোচের চাকরি থেকে বিতাড়িত হলেন থমাস টুখেল। বেশ কয়েকদিন ধরেই ক্লাবের প্রতি তাঁর একটা অসন্তোষ ধরা দিচ্ছিল। এবার তা প্রকাশ্যে আসতেই নেইমারদের কোচের চাকরি খোয়ালেন টুখেল। এক সাক্ষাতকারে তিনি ক্লাবের সম্পর্কে বিষেদগার করে বলেছিলেন– ‘আমি যখন প্রথম ক্লাবে আসি– তখন বুঝে উঠতে পারছিলাম না যে এটা ফুটবল ক্লাব নাকি রাজনীতির ময়দান।’ তাঁর এমন কথাতে রীতিমতো ত্রু«দ্ধ পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। তাই শুক্রবার বড়দিনেই কোচের চাকরি থেকে টুখেলকে না করে দিল প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাব কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন