পুবের কলম ওয়েব ডেস্কঃইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর ডিজি বলরাম ভার্গব করোনা আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে, ভার্গবকে দেশের করোনার পরিস্থিতি নিয়ে সময়ে সময়ে গণমাধ্যমকে সম্বোধন করতে দেখা গেছে।
আইসিএমআরের মহাপরিচালক পদে তিন বছর ডেপুটেশনে রয়েছেন বলরাম ভার্গব। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিবও রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন