পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ সরকারি অফিস আজ মানুষের দুয়ারে। এত বড় উদ্যোগ এর আগে কোন মুখ্যমন্ত্রী নেননি। বৃহস্পতিবার বাদুড়িয়ায় বঙ্গধ্বনি যাত্রার মিছিলে বললেন বিধায়ক কাজী আবদুর রহিম দিলু। এদিন বাদুড়িয়া শহর থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়ে শেষ হয় বাজিতপুর এলাকায়। কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম দিলু ছাড়াও ছিলেন বাদুড়িয়া তৃণমূল নেতৃত্ব তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন, বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সাহা সহ অন্যরা। কাজী আবদুর রহিম দিলু বলেন, অভিনব উদ্যোগ। ভারত বর্ষ শুধু নয় ,পৃথিবীর ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে সাড়া পড়ে গিয়েছে। সরকারি অফিস আজ মানুষের দুয়ারে। একটি রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড ভাবা যায় না। গরিব মানুষ যখন হাসপাতালে যাওয়ার গাড়ি ভাড়াও জোগাড় করতেে পারে না তখন প্রতিটি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা দেবেন। এছাড়া ক্ষমতায় আসার পর ৩৪ বছরের বঞ্চিত মানুষের জন্য তিনি কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী যেসব কর্মসূচি নিয়েছেন তার দশ বছরের খতিয়ান তুলে ধরা হয়েছে রেকর্ড কার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মমতার সরকার আজ মানুষের সরকারে পরিণত হয়েছে। তাই বিজেপি এই রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ফের তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এ বিষয়ে সন্দেহ নেই। দিলু বলেন, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে মানুষ বড়, দেশ বড়। সেই দেশের মানুষের স্বার্থে কংগ্রেস সিপিএম বিজেপি থেকে দলে দলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াবে।
একটি মন্তব্য পোস্ট করুন