পুবের কলম ওয়েব ডেস্কঃ ভ্যাকসিন আসলেই রাজ্যবাসীকে বিনামুল্যে করোনা ভ্যাকসিন দেবে কেরল সরকার। ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজয়ন শনিবার সাংবাদিকদের বলেন " কোভিডের টিকাকরণ গুরুত্বপূর্ণ বিষয়। এটাই যে এখন বেশিরভাগ মানুষের ভাবনা জুড়ে রয়েছে, সে ব্যাপারে কোনও সংশয় নেই। কেরলে প্রান্তিক প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া দুরূহ। এনিয়ে ভাবতে হবে। তবে এটা বলতে পারি, ভ্যাকসিন আসলেই তা বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যবাসীর থেকে টাকা নেওয়া হবে না। বিনামূল্যে বণ্টনের জন্য ব্যবস্থা নেব।"
একটি মন্তব্য পোস্ট করুন