পুবের কলম ওয়েব ডেস্কঃ চাকরি ছেড়ে চায়ের দোকান চালাচ্ছেন তিনি। নাম দিয়েছেন দ্যা চায়ওয়ালি। রাজকোটের বাসিন্দা রুখসানা হোসেন এভাবেই রাজকোট এলাকায় হাজারো যুবক-যুবতিদের কাছে হয়েছেন অনুপ্রেরণার মুখ। জানা গেছে রুখসানা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তার পরেই শুরু এই দোকান চালানো।ধীরে ধীরে বাড়তে থাকে বেচাকেনা। রুকসানার তন্দুরি চা পান করতে ভিড় হয় প্রচুর।
এও জানা গেছে যে এই চায়ের দোকান খোলার আগে তিনি মাসিক ৪০০০ টাকা বেতনে স্থানীয় এক অফিসে ডেটাএন্ট্রির কাজ করতেন।
রুকসানা সংবাদমাধ্যমকে জানান যে "সেই বেতনে, আমার নিজের এবং পরিবারের ব্যয় করা খুব কঠিন ছিল। শুরুর প্রথম দিকটা চ্যালেঞ্জিং ছিল তবে, এখন এই স্টল থেকে মাসে ১৫০০০ টাকারও বেশি আয় হয়"।
একটি মন্তব্য পোস্ট করুন