পুবের কলম ওয়েব ডেস্কঃসেরা ফুটবলারের তকমা জিতলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্টার রবার্ট লেওয়নডস্কি। বৃহস্পতিবার জুরিখে ভার্চুয়াল পদ্ধতিতে ফিফার সেরা ফুটবলার বেছে নেওয়া হয়। দৌড়ে প্রথম তিনে ছিলেন যথাক্রমে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়নডস্কি। শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে এবারের ফিফার বর্ষসেরার পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখ তারকা। বুন্দেসলিগা সহ চ্যাম্পিয়নস লিগ এমনকি ইউরোপের বাকি সেরা লিগেও এবার লেওয়নডস্কির পারফরম্যান্স ছিল দেখার মতো। গোল করেছেন সবচেয়ে বেশি। তাই মেসি রোনাল্ডোদেব ছাপিয়ে বছরের সেরা ফুটবলারের তকমাটা ছিনিয়ে নিলেন পোল্যান্ডজাত বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।
একটি মন্তব্য পোস্ট করুন