আবারও বায়ার্ন মিউনিখকে খাদের কিনারা থেকে তুলে জেতালেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়নডস্কি।তাঁর জোড়া গোলে ভর করেই বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন। এই হারে লেভারকুসেন নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ম্যাচের ১৪ মিনিটে প্যাট্রিক শিকের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় লেভারকুসেন। বিরতির আগে ৪৩তম মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেওয়নডস্কি।দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে আরও এক গোল পেতে পারতো বায়ার্ন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় জামাল মুসিয়ালার শট দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লেগে যায়। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। কিন্তু আর গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। শেষ মুহূর্তে চমক দেখান লেওয়নডস্কি।ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জসুয়া কিমিচের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়িয়ে বায়ার্নের ২-১ গোলের জয় এনে দেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন