পুবের কলম ওয়েব ডেস্কঃটানা ৭ ম্যাচে ঘরের মাঠে জিতেছিল লিভারপুল। অ্যানফিল্ডে তাদের সেই ধারাবাহিকতায় ছেদ টেনে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। প্রিমিয়ার লিগে শেষ দিকে হজম করা গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা।
এই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ৫ পয়েন্টের ব্যবধান রাখতে পারতো লিভারপুল। সেটি করার লক্ষ্যে ম্যাচের শুরুটা ভালোই করে ছিল তারা।ম্যাচের ১২ মিনিটে জোয়েল মাতিপের ক্রস বুক দিয়ে নামিয়ে অসাধারণ শটে জাল কাঁপান সাদিও মানে। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টায় দ্বিতীয়ার্ধে। তাদের ওপর ত্রাস ছড়াতে থাকে ওয়েস্টব্রম। বিশেষ করে ৫৯ মিনিটে মাতিপ খুঁড়িয়ে মাঠ ছাড়লে সুযোগ আরও বেশি পেয়ে যায় সফরকারীরা। ৮২ মিনিটে অবশেষে সমতা ফেরায় ওয়েস্টব্রম। আজাইয়ির হেডে স্কোর হয়ে যায় ১-১। ৯০ মিনিটে লিভারপুলকে জেতানোর শেষ সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেছেন রবার্তো ফিরমিনো। পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে এভারটন।
একটি মন্তব্য পোস্ট করুন