পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এক নোটিশ জারি করে, মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের লগবুক বাবদ এক হাজার টাকা নেওয়ার কথা ঘোষণা করেছে। একইসঙ্গে গত ৫ ডিসেম্বর রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজ খোলার জন্য ব্যবহার করতে বেসরকারি উদ্যোগের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছে। এই দুই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে মেডিক্যাল পড়ুয়া ও ছাত্রদের বেশ কিছু সংগঠন। এ নিয়ে এআইডিএসও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিয়েছে।
এ নিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়কের বক্তব্য, "ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল যখন এসেছিল তখনই আমরা বিশ্লেষণ করে দেখিয়েছিলাম লাগামহীন বেসরকারিকরণ ও ফি বৃদ্ধি শুরু হবে। আজ সেটাই বাস্তব হতে চলেছে। বিভিন্ন অজুহাতে ছাত্রছাত্রীদের থেকে বাড়তি ফি আদায় শুরু হচ্ছে। আমরা লগবুক ফি'র বিরোধীতা করছি। তিনি আরও বলেন, দীর্ঘ টালবাহানার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেছেন। আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর ছাত্র-আন্দোলন গড়ে উঠবে। তিনি আরও জানান, এ নিয়ে আগামীকাল, ১০ ডিসেম্বর, স্বাস্থ্যভবনে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হবে। সকল ছাত্রছাত্রীদের সামিল হতে আহ্বান জানাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন