বোলপুর, ২৯ ডিসেম্বর: বিশ্বভারতী সহ একাধিক ইস্যুতে মমতার নিশানায় পদ্ম শিবির। বিশ্বভারতী নিয়ে ঘূণ্য রাজনীতি চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দকেও ওরা যোগ্য সম্মান দেয় না। সুর চড়িয়েছেন অর্মত্য সেনের ইস্যুতেও। এদিন জামবনিতে কী বললেন তিনি, দেখে নিন এক নজরে।
১. বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে।
২. অর্মত্য সেনকেও আক্রমণ করা হচ্ছে।
৩. সোনার বাংলার শ্রষ্ঠা রবীন্দ্রনাথই। আমাদের বাংলা এমনিতেই সোনার। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই।
৪. রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায় ওরা জানে না।
৫. গান্ধিজি, বিবেকানন্দকে ওরা সম্মান দেয় না।
৬. বিশ্বভারতীতে ঘূণ্য রাজনীতির আমদানি হচ্ছে।বিশ্বভারতীতে দাঙ্গার চক্রান্ত হচ্ছে।
৭. কুকথায় রবীন্দ্রনাথকে আক্রমণ করা হচ্ছে।
৮. ওদের সব কিছুই ফেক রাজনীতি।
৯. বাংলায় এলেই ওরা আদিবাসীদের বাড়িতে যায়। আদিবাসীতে মধ্যাহ্নভোজ করে।কিন্তু খাবার আসে পাঁচতারা হোটেল থেকে।
১০. নির্বাচনের আগে ওরা বারবার বাংলায় আসছে। অন্য সময় তো ওদের বাংলায় দেখা যায় না।
১১. বাংলাকে বাঁচাতে লড়াই করবে তূণমূল।
১২. ওদের মিছিলে ভিড় কম পতাকা বেশি। আমাদের মিছিলে পতাকা কম, লোক বেশি। ওদের মিছিলে পতাকা বহন করে এসইউসিআই।
১৩. ওরা বাংলার সংস্কূতিকে নষ্ট করতে চাইছে। বিজেপি টাকা ছড়িয়ে ভোট করায়।
১৪. জোড়া ফুল আমার মা।
১৫. বহিরাগতদের নিয়ে বিজেপি আগ্রাসন চালায়। বহিরাগতদের গুরুত্ব দেবেন না। বর্গীর হানা থেকে বাংলাকে বাঁচাতে হবে।
১৬. পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপি বলছে, তূণমূল কিছু করেনি। মানুষ বিচার করবে তূণমূল কী করেছে।
১৭. টাকা দিয়ে কিছু বিধায়ককে কেনা যায়। গোটা দলকে কেনা যায় না।
১৮. ধর্মের নামে বিভেদের চেষ্টা করছে। রাজনীতিতে ফেক ভিডিয়ো আমদানি করা হচ্ছে।
১৯. গ্রামে গ্রামে গিয়ে কুৎসা লটাচ্ছে।
২০. বাংলাকে হাইজ্যাক করা যায় না।
২১. বিজেপি টাকা ছড়িয়ে ভোট করায়। বিজেপির টাকা নিন, ভোট দেবেন না। টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা চলছে। এদের ভোকাট্টা করে বিদায় দিন।
২২. খেলা এতো সহজ নয়।আগে ৩০ আসন পেয়ে দেখাক।
২৩. মহাত্মার খুনিরা বিজেপির নেতা।
২৪. কৃষি আইনে কৃষকদের সর্বনাশ।ওরা ষকদের ফসল বাইরে বেচে দেবে।
২৫. ৮৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
২৬. এজেন্সিকে ব্যবহার করে চক্রান্ত করছে।
27. কবিগুরুর ভেক ধরেছে মোদি।
এদিন জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, “জনগন পরিবর্তন করবে। একটু টাচ করে দেখো।” একইসঙ্গে তাঁর অভিযোগ, “বাংলার মেরুদন্তকে ভাঙতে চক্রান্ত চলছে।”
একটি মন্তব্য পোস্ট করুন