দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন, ২৯ ডিসেম্বর: মঙ্গলবার স্ট্রীট কর্নার মঞ্চ থেকে স্মৃতি চারণা করে মমতা বলেন, আত্মপ্রশংসা করছি না, রাজীব জী, আমাকে দেখিয়ে বলেছিলেন, বাংলার আইকন। তখন রাজীব গান্ধীর অল্প বয়স। প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব ভারতীর আচার্য হিসেবে বিশ্ব ভারতী এসেছিলেন তিনি। সঙ্গে আমি ছিলাম। ছাত্র ছাত্রী দের সাথে খাওয়ার সময় গল্প গুজব করছিলেন তিনি। তরুণ প্রধানমন্ত্রী হিসেবে তরুণ প্রজন্মের কাছে খুব প্রিয় ছিলেন তিনি। একজন ছাত্র সেই সময় বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে জানতে চাই, আমাদের আইকন কে হতে পারেন? তার উত্তরে সেদিন রাজীব গান্ধী আমার দিকে ইশারা করে বলেছিলেন, "ইনি"। আজ বুঝি, কেন বলেছিলেন জানেন? আমি বাংলাটাকে ভালো বুঝি। আর বিজেপি চক্রান্ত করছে। এরা বর্গী। বর্গীদের লুটের কথা শুনেছেন বাচ্চাদের ঘুম পাড়ানি গানে, এরা তাই। এরা সব কেড়ে নেবে। পঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলন ও কষ্ট এদের চোখে পড়ে না। এরা আদানির কথা ভাবে। আপনার ফসল আপনি বেচতে পাবেন না। আপনি আলু, পটল পাবেন না। ওরা সব নিয়ে নেবে। ওরা এম এল এ কেনা বেচায় নেমেছে। দু-একটি পঁচা নিতে পারে। সবাইকে না। ওদের প্রচুর টাকা। ওরা টাকার প্রলোভন দিতে পারে। আমি বলি, টাকাটা জনগণের, আপনাদের। টাকা দিলে, নিয়ে নিন। ভোট বাক্সে ফিরিয়ে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন