![]() |
ছবিঃতথাগত রায় |
দেবশ্রী মজুমদার, বোলপুর, ২৮ ডিসেম্বর: কেষ্ট নিয়ে বিরোধীদলের টিপ্পনির শেষ নেই। দেখা গেছে, মঞ্চে কেষ্ট দিদির কাছে ধমক খেয়েছেন। আবার স্নেহ পেয়েছেন বিস্তর। সোমবার প্রশাসনিক বৈঠকে ফের তা দেখা গেল। মঞ্চে আসীন রাজ্যের দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্র নাথ সিনহা। উপস্থিত রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নিচের সারিতে আছেন অন্যান্য সচিব সহ আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী বিধায়কদের প্রশ্ন করছেন। নলহাটির বিধায়ক মৈনুদ্দিন শামস বললেন, কেষ্টদা আছেন, সব দেখছেন। কোন অসুবিধা নেই। জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা অনুরোধ জানালেন, বিভাগীয় ভেটিং সিলিং বাড়ানোর জন্য। আশীষ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কানে কানে বলছেন, তারাপীঠ উন্নয়ন পর্ষদের জন্য টাকার আব্দার নিয়ে। কিন্তু কোন কিছু নজর এড়িয়ে যায় না, অনুব্রত মণ্ডলের। তার মাঝেই অনুব্রত নিজেই বলে দিলেন, ৬ কোটি বীরচন্দ্রপুর নিয়েই। সব শেষে মুরারই বিধায়ক আব্দুর রহমান বলতে উঠলেন, বাইপাস রাস্তার কাজ নিয়ে। মুখ্যমন্ত্রী বলার আগেই অনুব্রত মণ্ডল বলে দিলেন, পূর্তবিভাগ দেখছে।
তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহাস্যে বলে উঠলেন, কেষ্টর কোন কিছু এড়াই না। লোকে বলে, কেষ্ট ঝগড়া করে। কিন্তু ও উন্নয়নটা বোঝে। কেষ্ট তখন দিদির স্নেহে মিটি মিটি হাসছেন।
একটি মন্তব্য পোস্ট করুন