![]() |
ছবিঃতথাগত রায় |
পুবের কলম প্রতিবেদকঃ যারা বহিরাগত গোটা বিশ্বভারতী দখল করে রেখেছে। তারা পার্টি মেম্বারও আছে। অমর্ত্য সেন বাংলার গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম নোবেল পুরস্কার এনে দেন। সেই নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে। সিবিআই এনকোয়ারি করছে। অমর্ত্য সেন থেকে, বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মাদার টেরেজা তাঁদের ঐতিহ্য আছে। পৃথিবীর মানুষ তাঁদের চেনে। তাঁরা কি আদর্শ নিয়ে কথা বলবেন, সেটা তাঁদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এরপর সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় সেই জন্য কী তাদের টার্গেট করা হচ্ছে, তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, টার্গেট তো সবাই কে করা হচ্ছে। অনেক লোককে করা হচ্ছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাকে পলিটিক্যালি টার্গেট করা হচ্ছে এবং অমর্ত্য সেনকে এরুডাইটলি টার্গেট করা হচ্ছে।
স্বামী বিবেকানন্দ হিন্দু শিকাগোর মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে।
নেতাজী সে যে দেশ ছাড়লেন, আর দেশে ফিরলেন না। নেতাজীর মৃত্যু দিন জানবার জন্য সবাই চাই। মহাত্মা গান্ধী, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ বিশ্ব ভারতী, নোবেল পুরস্কার ও তাঁর দেশপ্রেম সব কিছু পৌঁছে দিয়ে ছিল বিশ্বের দ্বারে। এদিন বহিরাগত তত্ত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখুন আমরা দেশের সব জায়গায় যেতে পারি। কিন্তু সেই জায়গার সংস্কৃতি জানতে হবে। সেটা ভুলিয়ে দিতে চাইছে তারা।
একটি মন্তব্য পোস্ট করুন