পুবের কলম ওয়েব ডেস্কঃবল হাতে লঙ্কান প্রিমিয়ার লিগে রীতিমত আগুন ঝরাচ্ছেন পাকিস্তানি ফাস্ট বোলার মুহাম্মদ আমির। হাম্বানটোটায় কলম্বো কিংসের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট শিকার করেছেন গল গ্ল্যাডিয়েটর্সের আমির। লঙ্কান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটা যে কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট শিকার। আমিরের আগে এই লিগে কোনো বোলারের সেরা অর্জন ছিল ৪ উইকেট প্রাপ্তি। গত ২৭ নভেম্বর আমিরের দল গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেই ৪৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন জাফানা স্ট্যালিয়ন্সের দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়াইন অলিভার। অলিভারের তুলনায় অনেক কম রান দিয়েছেন আমির। তার দলও ম্যাচটি জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি পাকিস্তানি পেসার আমিরের হাতেই উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন