পুবের কলম প্রতিবেদকঃ ‘সংখ্যালঘু অধিকার দিবস’ উপলক্ষ্যে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হকের উদ্যোগে প্রতি বছরের মত এ বছরেও এক আলোচনাসভার আয়োজন করা হচ্ছে। শুক্রবার বেলা ২ টায় অনুষ্ঠিত এই সভায় সংখ্যালঘুদের অধিকার, বিকাশ ও সমস্যা সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন বিশিষ্টরা। সভায় উপস্থিত থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, সমবায় মন্ত্রী অর*প রায়, কারিগরি দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ওই সভায় সভাপতিত্ব করবেন প্রাক্তন সাংসদ তথা ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান। এ ছাড়া থাকবেন নাূোদা মসজিদের ইমাম মাওলানা ক্কারী শফিক কাশেমী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী বাসবানন্দ মহারাজ, বৌদ্ধ প্রতিনিধি হেমন্ত বিকাশ চৌধুরি, মঞ্চের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, শিখ সম্প্রদায়ের অজিত সিং, খ্রিস্টান সম্প্রদায়ের ফাদার জেমস গোমস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, কবি এবং ইতিহাসবিদরা উপস্থিত থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন