দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন, ২৭ ডিসেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শান্তিনিকেতন ও বোলপুর সফরের ৯দিনের মাথায় শাসকদলের মেগার্যালী নিয়ে তোড়জোড় বীরভুমে।
নেট প্রাক্টিসে আগেভাগেই চলে এসেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। তিনি দলীয় কার্যালয়ে বোলপুরের শিল্পীদের গানের রিহার্সাল দিচ্ছেন। জানা গেছে মিছিলে রবীন্দ্রনাথকে নিয়ে ট্যাবলো থাকবে। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি থাকছে রাইবেশে, কীর্তনের তিনটি দল, আদিবাসী নৃত্যের তিনটি দল। ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তার মোড়ে লাগানো থাকবে জায়েন্ট স্ক্রিন। ইন্দ্রনীল সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের শয়নে স্বপনে। তাঁকে স্বাগত জানাবার কোন ব্যাপার নয়। রবীন্দ্রনাথের পীঠস্থানে আমরা হাজির। রবীন্দ্রনাথের সংস্কৃতি চেতনা বাঙালির সঙ্গে সব সময় আছে। জন্ম থেকে মৃত্যু, সব সময়।
জানা গেছে, ২৯ ডিসেম্বর আমজনতার পাশে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক স্তরে আগেই ঘোষণা করা হয়েছে, ২৮ ডিসেম্বর দুপুরে প্রসাশনিক বৈঠক করবেন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেদিন সাংবাদিক বৈঠক করবেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন