পুবের কলম ওয়েব ডেস্কঃরিয়াল ভায়োদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে দুর্দান্ত খেলেছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। দলের ৩-০ গোলের জয়ে তার অবদান ছিল এক গোল ও এক অ্যাসিস্ট। এছাড়া সরাসরি অবদান ছিল তৃতীয় গোলটিতেও। তবে ম্যাচের ফল কিংবা তার পারফরম্যান্স ছাপিয়ে অসাধারণ এক রেকর্ডে। ভায়োদলিদের বিপক্ষে এ গোলটি ছিল বার্সেলোনার হয়ে মেসির করা ৬৪৪তম গোল। যা কি না কোনও এক নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এ রেকর্ডে নাম লেখানোর পথে তিনি ভেঙে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রায় পাঁচ দশক আগের রেকর্ড। ব্রাজিলের ক্লাব স্যান্তোসের হয়ে ৬৪৩টি গোল করেছিলেন পেলে। সেই রেকর্ডটি মেসি নিজের করে নেওয়ার পর পেলের কাছ থেকে পেয়েছিলেন উষ্ণ অভিনন্দন। কিন্তু সেই ম্যাচের পাঁচদিন পর এখন ভিন্ন দাবি তুলেছে পেলের ক্লাব সান্তোস। তাদের মতে, পেলের রেকর্ড ভাঙতে পারেননি মেসি। কারণ, সান্তোসের হয়ে পেলের গোলসংখ্যা ৬৪৩ নয়, বরং ১০৯১টি। যে কারণে পেলের চেয়ে এখনও ৪৪৭ গোল পিছিয়ে রয়েছেন ৬৪৪ গোল করা মেসি।
একটি মন্তব্য পোস্ট করুন