কলকাতা,৩০ ডিসেম্বর: নতুন বছরের শুরুতে স্বাভাবিক হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা। ৪ জানুয়ারি থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি শনি ও রবিবার কোন ই-পাস লাগবেনা।
মেট্রো কর্তৃপক্ষ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১১৪ টি আপ ও ১১৪টি ডাউন লাইনে ট্রেন চলবে। মোট ২২৮ টি রেক বরাদ্দ হয়েছে। ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৭.০৫ মিনিট পর্যন্ত মিনিট মেট্রো পরিষেবা পড়েন যাত্রীরা। অন্যদিকে ডাউন লাইনে সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সন্ধ্যে ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। আগের মতোই মহিলা বৃদ্ধ ও শিশুদের কোনও ই পাস লাগবে না। সকাল ৯-১১ টা ও বিকেল ৫-৭ টা পর্যন্ত ই - পাস লাগবে সাধারণ যাত্রীদের। শনি ও রবিবার মেট্রো সফরে কোনও ই-পাশের দরকার নেই। স্মার্ট কার্ড দেখিয়ে যাতায়াত করা যাবে। তবে এখনও টোকেন চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। অর্থাৎ এবার থেকে অফিস টাইমে মেট্রোর জন্য বেশি অপেক্ষা করতে হবে না।
প্রত্যেক বছরই ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখে মেট্রোরেল। চলতি বছর করোনা আবহে সেইসব উলটপালট।
একটি মন্তব্য পোস্ট করুন