দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ০৭ নভেম্বর: সকালে দুয়ারে সরকার, বিকেলে কৃষি বিলের প্রতিবাদে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে বড়শাল গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারে সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে হাজির হন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন ৪৮৮ স্বাস্থ্য সাথী, রেশন কার্ড ২০০ জন, কাস্ট সার্টিফিকেট ৫০টি। কৃষি মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, বড়শাল গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী সাহা, অঞ্চল সভাপতি বসন্ত মুখোপাধ্যায়, উপপ্রধান ভাদু সেখ প্রমুখ।
অন্যদিকে, সোমবার বিকেলে রামপুরহাট পুরসভা এলাকায় কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে মিছিল বের করেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, অবিলম্বে কেন্দ্র সরকারকে এই কালা আইন কৃষি বিল বাতিল করতে হবে। কেন্দ্রের ভুল নীতির জন্য কৃষি পণ্যের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে। পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। এর জন্য দায়ী কে? কেন্দ্র সরকার। এছাড়াও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসভ্য বর্বরের মতো অশালীন ভাষা প্রয়োগ করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি, এদিন রামপুরহাটে হাটতলা- কামারপট্টি মোড়ে মিল্টন রসিদ মঙ্গলবার বন্ধের সমর্থনে পথসভা করেন এবং একইভাবে বোলপুরে বামফ্রন্ট বন্ধের সমর্থনে মিছিল বের করে।
একটি মন্তব্য পোস্ট করুন