পুবের কলম প্রতিবেদক: 'দুয়ারে সরকার' কর্মসূচির ক্যাম্পে ক্যাম্পে সরোজমিনে খতিয়ে দেখলেন বিধাননগরের পুরনিগমের কমিশনার দেবাশিস ঘোষ। সোমবার সকালে পুরনিগাম অন্তর্গত আটঘরা ১২ নম্বর ওয়ার্ডের ন'পাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্যাম্পে হাজির হন কমিশনার। সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সমস্যা শুনলেন তিনি। একই সঙ্গে কথা বলেন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে। পুর কমিশনার গ্রাহকদের উদ্দেশ্যে জানান, সরকারি পরিষেবা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার ব্যাপারে কেউ অসুবিধায় পড়লে যেন স্থানীয় প্রশাসনকে জানানো হয়। নাগরিকদের সমস্ত পরিষেবা পৌঁছে দিতে সরকার আপনাদের দুয়ার এসেছে। কমিশনার ছাড়াও এই দিন এই ক্যাম্পে ঘুরে যান মেয়ার কৃষ্ণ চক্রবর্তী। আজিজুল হোসেন মন্ডল জানিয়েছেন, এদিন সকাল থেকে প্রায় দু'হাজার মানুষ ফর্ম নিয়ে গেছে। স্বাস্থ্য সাথীর পরিমাণ বেশি।
একটি মন্তব্য পোস্ট করুন