পুবের কলম ওয়েব ডেস্কঃ বিহারের নতুন ডিজিপি হলেন আইপিএস এসকে সিংঘাল। এর আগে তিনি বিহার হোম গার্ড ও ফায়ার সার্ভিস দপ্তরের ডিজির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। পাঞ্জাবের বাসিন্দা এই আইপিএস বিহার ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার।
উল্লেখ্য যে, বিহারের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পান্ডের পদত্যাগের ৩ মাস পর সিংঘালকে নতুন ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন