পুবের কলম ওয়েব ডেস্কঃদীর্ঘ ১১ বছরেরও বেশি সময়ের পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। তার সেঞ্চুরির ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের দিকে এগোচ্ছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে পাকিস্তান এই ম্যাচটি ৮ উইকেটে হেরে বসে। তবে ফাওয়াদের সেঞ্চুরিতে একটা সময় ভালো খেলার অক্সিজেন পায় পাকিস্তান। এর আগে শেষ টেস্ট ক্রিকেটে ফাওয়াদ আলম সেঞ্চুরি করেছিলেন ২০০৯ সালের জুলাইয়ে। তাও আবার নিজের অভিষেক ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ১৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি। এর আগে করোনা পরবর্তীতেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও আশা জাগিয়েও সেবারে সেঞ্চুরি পাননি ফাওয়াদ। তবে এবারে আর সুযোগ হাতছাড়া করেননি পাক দলের এই বাঁ-হাতি ব্যাটসম্যানটি। তবে তাঁর সেঞ্চুরি শেষ পর্যন্ত দলকে হারের মুখ থেকে বাঁচাতে পারেনি।
একটি মন্তব্য পোস্ট করুন