বোলপুর, ২৮ ডিসেম্বর: দুয়ারের সরকার কর্মসূচি ব্যাপক প্রভাব ফেলেছে রাজ্যবাসীর মনে। এমনই দাবি রাজ্য সরকারের। সেই সফল লোকের মাথায় রেখেই এবার নতুন কর্মসূচি 'পাড়ায় পাড়ায় সমাধান'। বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ১০ হাজার দরখাস্ত জমা পড়েছে। ছোটখাটো সব কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ পাড়ার ছোটখাটো সমস্যা সমাধানের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। ২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি। এই সময়সীমার মধ্যে সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ের কাজ শুরুর লক্ষ্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, "হাসপাতাল আছে আম্বুলান্স নেই। পাইপলাইন পৌঁছেছে কিন্তু জল আসছে না। কিংবা স্কুলে আরো একটি শ্রেণিকক্ষের প্রয়োজন। এই ধরনের সমস্যার সমাধান পাবেন এই কর্মসূচিতে।"
এদিন ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
একটি মন্তব্য পোস্ট করুন