পুবের কলম প্রতিবেদকঃ ফের বিশ্ব ফুটবলে কের ছায়াচলে গেলেন ১৯৮২র বিশ্বকাপজয়ী কিংবদন্তি পাওলো রোসি । মাত্র ৬৪ বছর বয়সেই থেমে গেল তার হৃদস্পন্দন । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ইতালির কিংবদন্তি এই ফুটবলার । কার্যত একাই ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করেন পাওলো রোসি। ব্রাজিলের সেরা একাদশ এর বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে তার হ্যাটট্রিক দীর্ঘদিন মনে রাখবেন ফুটবল সমর্থকরা। সেই বিশ্বকাপে একাই জিতেছিলেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। ইতালির জাতীয় জার্সিতে মোট ২০টি গোল করেছেন তিনি। জিকো সক্রেটিস, কারেকা, মারাদোনারা থাকলেও স্পেনের সেই বিশ্বকাপ খ্যাতি পেয়েছিল পাওলো রোসির বিশ্বকাপ হিসেবে। তার মৃত্যুতে বিশ্ব ফুটবল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
একটি মন্তব্য পোস্ট করুন