পুবের কলম প্রতিবেদকঃ সিস্টার অভয়ার খুনিদের অবশেষে শাস্তি মিলল। সিবিআইয়ের বিশেষ আদালত বুধবার ফাদার থমাস এম কুত্তুর ও সিস্টার সেফিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। সিবিআইয়ের বিশেষ বিচারপতি কে সানাল কুমার এই দু'জনকে অপরাধী সাব্যস্ত করেছেন। পাশাপাশি তথ্য-প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছিলেন এঁরা। তাই ভারতীয় দণ্ডবিধি ৩০২ ও ২০১ ধারায় দোষীদের সাজা ঘোষণা করেছে এই আদালত। দোষীদের ৫ লাখ টাকা করে জরিমানাও দিতে হবে। সিস্টার অভয়াকে খুন করতে তাঁর ঘরে অনুপ্রবেশ করার জন্য ফাদার কুত্তুরকে দ্বিতীয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন বিচারপতি কুমার।
একটি মন্তব্য পোস্ট করুন